আমারি মোনাজাত

আমারি মোনাজাত

হে আল্লাহ, প্রভু মহান,
তোমার নামে শুরু করি বাণ।
তুমি যে দাতা, তুমি করুণাময়,
তোমার প্রেমে হৃদয় হয় শান্তিময়।

তুমি আছো প্রতিটি নিশ্বাসে,
তোমার নাম জপে প্রাণের প্রত্যাশে।
অন্ধকারে আলো তুমি দেখাও,
সকল বিপদ থেকে আমায় বাঁচাও।

তুমি যে রাখো সকলের হিসাব,
তোমার হাতেই জীবনের সারাংশ লিখা।
পাপ থেকে রক্ষা দাও, হে করুণাময়,
তোমার দয়ায় হোক জীবন পূর্ণিমার মতো উজ্জ্বল।

দাও আমায় ধৈর্য, দাও আমায় সাহস,
তোমার পথে চলি যেন সৎ বিশ্বাসে।
তোমার রাহমত ঝরুক সারা বিশ্বময়,
তোমার ইবাদতে কাটুক প্রতিটি সময়।

তুমি যে রব, তুমি দয়ার সাগর,
তোমার কাছে প্রার্থনা সর্বশেষ আশার।
আমার এই প্রার্থনা কবুল করো প্রভু,
তোমার রহমতে ভরুক পৃথিবীর বুক।

আমিন।

আমারি মোনাজাত

Related Post

Contact

contact
Looks good!
Please type your name.
Looks good!
Please type your email address.
Looks good!
Please type subject.
Looks good!
Please enter a message in the textarea.